জীবনের মহাকাল সাগরে
নিছক কিছু প্রাপ্তি,
সে পাওয়ায় মনে হাহাকার থাকে
অনন্তকাল ব্যাপ্তি।
হারা তালিকায় লিখা হয়ে গেলে
নেই কোন প্রতিকার,
ক্ষতিপূরণের নিস্ফল দাবি-
হারালে বারংবার।
কলরবে ভরা শিশুকাল যায়
কৈশোর কাটে ঘুমে,
যৌবন ডুবে প্রেমের সাগরে
বিরহের বুকে চুমে।
মানুষ রেখেছে হারা সাগরের
হরেক রকম নাম,
ইচ্ছাতে যার সাধ মিটেনি
পুরেনি মনস্কাম।
ক্ষুদ্র জীবনে যে যা পেয়েছে
সময়ের তরী বেয়ে,
কেউ ইহকাল কেউ পরকাল
কেউবা দু’কাল ক্ষয়ে।
জ্ঞানী খুঁজে সুখ জ্ঞান সাগরে
খনি যাচে ধনবান,
হারায় কেওবা খ্যাতি-নাম-যশ
জীবনের বলীদান।
যে সাগরে সবই যায় হারিয়ে
নেই তাঁর কোন লয়,
আঁখির আড়ালে ভয়াল যেন
উৎপেতে জেগে রয়।