ঘাস ফুলে আর হারায় না রং
শিশির খুঁজে ধারাল রোষে,
তীক্ষ্ণ রশ্মি গোলাপ শুষে
শ্বেত পাথরের ভুজন রসে।
চড়ুই ঘুঘু চাতাল সুখে
ঘাস ফুলে তার পেলো না ঠাই,
আকাশ মেঘে ঢাকলো ঘন
মরুর জাহাজ তুলেছে হাঁই।
মৃত্তিকা বাস স্মৃতিচারণ
বেঁচে থাকার একটু চাওয়া,
নাচাইতে মন নাচায় এমন
বালুকাময় লুহু হাওয়া।