উৎসর্গঃ নবাব সৈয়দ শামসুল হুদা - যার বিদ্যাপিটে (স্থাপিত-১৯১৫ইং) আমার হাতেখড়ি...
⌂⌂⌂⌂⌂⌂⌂⌂⌂⌂⌂⌂⌂⌂⌂⌂⌂⌂⌂⌂⌂⌂⌂⌂⌂⌂⌂⌂⌂⌂⌂⌂⌂⌂⌂⌂⌂⌂⌂⌂⌂⌂⌂⌂⌂⌂⌂⌂⌂⌂⌂⌂⌂⌂⌂⌂⌂
নবাব,
আজো লাখো মানবের স্মরণে,
হৃদয় কুটিরে সম্মানে,
উদার তব দান।
মানবতার কল্যাণে
অকুণ্ঠচিত্তে নির্ভীক,
সমদৃষ্টি, নহে ভেদাভেদ।
সুপুরুষ, উন্নত শীর,
দেশমাতৃকা আর মমত্বে,
অকিঞ্চিৎ।
মুসলিম-অমুসলিম দুই বাংলায় -
কৃতজ্ঞ সমহারে।
আপন চিন্তন নাহি যার,
নাম, মান, যশ-
শুধু উৎসর্গ বসুধায়,
“শামসুল হুদা”
চীর অমলিন ইতিহাস,
সোনার হরফে লেখা নাম।
□□□□□□□□□□□□□□□□□□□□□□□□□□□□□□□□□□□□□□□□□□□□□□□□□□□□□□□□□□□
Wikipedia-তে Nawaab Syed Shamsul Huda -র জীবনচরিত ব্যক্ত করার প্রয়াস পেয়েছি মাত্র।(https://en.wikipedia.org/wiki/Nawaab_Syed_Shamsul_Huda)