ঈদ এসেছে, সবাই খুশী
আনন্দে আজ বাণ,
আকাশ-বাতাস-পাহাড়-নদী,
পাখীর কলতান।
মহাছুটির সকল ঘাটি
পেলো অবসর,
যানবাহনে ধরে না আর
হঠাৎ খুশীর ঝড়।
যাব সবাই গ্রামের বাড়ি
স্বজন যেথায় রয়,
বন্ধুরা সব ঘুরব দেদার
সকল পাড়া ময়।
ঈদের সালাত শেষে সবাই
মিষ্টি খেতে চলি,
সুদূর হতে এলাম বাকী
ঈদের কোলাকোলি।
হৃদয় ভরে নিঃশ্বাসি বুক
মিষ্টি মাটির ঘ্রান,
কুশল বিনিময়ে সবার
জুড়িয়ে দেব প্রাণ।
খোলা হাওয়ায় শ্যামল ছায়ায়
কাটবে দ্রুত দিন,
উড়বে ধুলা নাচবো গাবো
তাক-ধিনা-ধিন-ধিন।
আনন্দ আর খাওয়া দাওয়া
পড়বে মজার ধুম,
খুশীর যেন নেইকো বিরাম
হারিয়ে যাবে ঘুম।