জাল সদৃশ বিছিয়ে থাকা শিরা-ধমনী
সবেগে ধাবমান রক্তশ্ৰুত
অগ্নিতপ্ত লেলীহান শিখা
হৃদয় আন্দোলন,
আজ, এতদিন পর এক এক করে
ভেসে আসে সমূদ্র ফেনাসম
বহু দূরে রেখে আসা আর ...
পেছন ফিরে বারবার দেখা,
প্রদীপ আছে আলো নেই
মনে পড়ে আর মুছে যায়
দন্তহীন মিঠে হাসির আমেজ
ক্ষয়িষ্ণু অনন্ত জীবন দুঃস্বপ্ন।