একের কাছে কুড়ানো মানিক,
অপরের কাছে খেলনা।
একজনে করে যত্নআত্তি,
অপরের কাছে ফেলনা।
একজনে সঁপে নিজের পরাণ,
অপরে করে খেলা।
একজনে দেয় শান্তির ছায়া,
অন্যের অবহেলা।
একের কাছে সান্ত্বনা বাণী,
অপরের কাছে প্রবোধ।
কেও বলে হায় উনি গুণীজন,
কারো কাছে সে-ই নির্বোধ!
স্বর্গ-নরক মাঝে দাঁড়িয়ে,
মিটেনা মনের জ্বালা,
কেউ ঢেলেদেয় অম্ল-সুধা,
কেউবা বিষের পেয়ালা।