থাকি পালবাড়ি দুষ্টেরহাড়ি
যশোর স্কুলে পড়ি,
খেলেছি কাবাডি ছিঁড়েছি দুপাটি
করেছি গোলাপ চুরি।
এক আপু সে তার বাগান সাজাল
নিজের বাড়ির ধারে,
ভেঙ্গেচুরি ডাল, দেখে বেসামাল
লাঠি নিয়ে আসে তেড়ে।
করে হাও মাও পালাও পালাও
সব ছুটে চলি মাঠে,
হাতে হাতে ভাঙ্গি ভুট্টার মোচা
পেটে পুড়ি যত আটে।
চল যাই দূরে ট্রেন ছুটে জোরে
ধূসর গোধূলি বেলায়,
ফিরে চল ত্বরা আঁখের ক্ষেতে
শেয়াল হাঁকিছে হায় !
কাঁটা বনোফুলে ছেয়ে দেই সবে
আমাদের শ্রেণীকক্ষ,
স্যার দিল হাক, কান ধরে থাক
বেতপেটা, সে কি দুঃখ।
যত পাই সাজা বাড়ে যেন মজা
ভাবি কি করি যে কাল,
ঝুপ বুঝে আয় তোলে তোলে খাই
কালাইয়ের কাঁচা ডাল।
মা-ঘুমালে পরে দুপুরে কোথাও
ফড়িং ধরবো চল,
ঘুম থেকে জেগে মা উঠেছে রেগে
শুরু হলো কোলাহল।
(চলবে)
---------
অসম্ভব দুরন্তপনার জন্য সবার কাছে ক্ষমাপ্রার্থী...