রাজশাহীর আম কত তার নাম
ঝুলে থাকে মাটি ছুঁয়ে,
ছোট দল নিয়ে বেছে পেড়ে খাই
মালীকাকা ফাঁকি দিয়ে।
রিভারভিউ স্কুলে পড়ি আমি
সেই পদ্মার পাড়ে,
ছোট বোন আমার কাজে ভাগীদার
সদা পাশে রাখি তারে।
মক্তব পড়া ফেলে দিয়ে রোজ
চলেছি ক্রিকেট মাঠে,
আমীর আলীর নালিশে বেদম
কিল পড়ে যেত পিঠে।
মালির বাগানে গোলাপের চাড়া
ভালগুলো সব চাই,
দল নিয়ে গেলে, দেখে বুঝেনিতো
তোলে দিতো হাতে তাই।
জিদ করে চাই, পাই বা না পাই
শৈশব সমাচার,
শুধু পড়া ছাড়া সব কাজে তাড়া
মানিনী কিছুতে হার।
(শেষ পর্ব)
---------
অসম্ভব দুরন্তপনার জন্য সবার কাছে ক্ষমাপ্রার্থী...