জ্যাঠামোতে সেরা পাকামোতে ভরা
সে আমার ছোট বেলা,
মায়ের বকুনি ভাইয়ের ঝাঁকুনি
আপুজীর কানমলা।
বাবা পেলে ছুটি, ছুটে আসি বাটী
চাচা নিয়ে যেত স্কুলে,
কথা কয় যত জ্বালা দেয় তত
ও পাড়ার এক ছেলে।
আকারে সে বড়, আমি খুব ছোট
বেঞ্চিতে উঠেপড়ি।
ঘুষি মেরে নাকে, ফেলে দেই তাকে,
ফিরে আসি দ্রুত বাড়ি।
স্কুল ছুটি হলে তপ্ত দুপুরে
তালতলা মজা ডুবায়,
কেও শাপলা কেওবা সালুক
কেও ভেট ছুলে খায়।
ডানকিনে মাছে চোখে পড়ে গেলে
আর নেই নিস্তার,
ঝাঁপিয়ে পরেছি ধরেছি ছেড়েছি
কাঁদা মেখে কদাকার।
(চলবে)
--------
অসম্ভব দুরন্তপনার জন্য সবার কাছে ক্ষমাপ্রার্থী...