বই-এর পাতার খাঁজে,
ফুলমালা রেখে গুজে,
স্মৃতিকে করেছি লালন।
রয়েছে এখনো কিছু,
ঝরেও পড়েছে কিছু,
দাগগুলো রয়েছে এখন।
সে দাগ সাদা কাগজে,
আল্পনা একে গেছে,
হৃদয়ের রক্ত ক্ষরণ।
এ মাটির পলে পলে,
লিখে যাই আঁখি জলে,
প্রিয়াহারা করেছ ভুবন।