সবে এক ক্রোশ হয়েছি বেহুঁশ
ঘোরপাকে মোহনায়,
উজানের পাড়ি চড়ে ভাঙ্গা তরী
দুই যুগ ধরে হায়।
বেলা বয়েগেল কাল ধেয়ে এলো
আজও তুমি সেই দূর,
বেয়েচলা আর সহেনা আমার
প্রেয়সীর মধুপুর।
ঝাপসা জ্যোতির আবছা প্রীতির
কিঞ্চিৎ দেখা পেলে,
সে আলোয় স্পৃহা মশালের শিখা
দুরাশায় নিভে জ্বলে।
প্রথম প্রেমের লিপিকা রোদন
চলমান সারাবেলা।
তুমি জিতেগেছ হেরে বেঁচেআছি
পিরিতির রিতিমালা।
যত কাছে আসি তুমি বেগবান
ব্যবধান কমে নাই,
রবিঢলা জলে আজ মনে বলে
একাকী ফিরে যাই।
মিছে মায়াজাল আর কতকাল
ছুটে তার পিছু পিছু,
হৃদয়হীনার, কাছে কিবা আছে
ব্যাথাবিনা আর কিছু ?
তবু তাই মাখি আঁখিজলে সখী
দেহ-মনে যত জ্বালা,
করি বিষপান মধুর সমান
ভালবেসে অবহেলা।