বৈশাখী শণ শণ পাগলা বাউল
টর্নেডো সুনামির এলো কালো চুল।
তুমি কোন প্রতিশোধে ভাঙ্গ চন্দন বন
প্রতাপ, কানন অার মানুষের মন।
নিদারুন উচ্ছাসে পর্ণ কুটির-
উড়াও গুড়াও কোন অস্তাচলে।
তুমি হার মান নাই বীর কোন কালে
বর্ষণ প্লাবন আকাশ গলে
তান্ডব পাণ্ডব ক্রুদ্ধ জলে।
ঝিরিঝরি সমীরণে হঠাৎ মাতাল
তমাল উপরেফেল নারিকেল, তাল...
অাকাশের হুংকারে কাঁপছে পাতাল
ছিন্ন ভিন্ন কর জাহাজের হাল।
তবু তৃষ্ণা মিটে ঘন তপ্ত খরায়,
পিপাসিত সৃষ্টিকূলের মায়ায়,
তৃপ্ত প্রশান্ত শ্যাম নির্মল,
ধরা বিমল সাজে গুল্ম লতায়।
শরতের মালা গলে নাওগো বিদায়।