হরিণ নামের রূপকথা আর
তড়িৎ যুগে চলে না,
সুন্দরবন অতীত বলে
রূপে মন আর গলে না।
কিসের বলো বৃক্ষ রোপণ
নিধন কর সবুজ বন,
টানাও খুঁটি জ্বালাও বাতি
যত বুধি - সুধি জন।
বনে বুঝি ভীষণ সময়
জাপটে ধরে নিমের ডাল,
ছাগলরা সব মনের সুখে
চাটছে মামা বাঘের গাল।
গ্যাসে আগুন বিজলী ত্রিগুণ
ছাই মাগুনে যাও কাশি,
বন বিরানের নাট্যশালায়
নাচে হরিণ মা-মাসি।
(কারো মনে আঘাত দিতে নয়, লেখার জন্য লেখা)