এক ডানাতে যায় না হওয়া
আকাশ ছোঁয়া পাখী,
একটি হাতে যায় না বাঁধা
ভাইয়ের হাতে রাখি।
একটি পায়ে যায় না খেলা
হকি, টেনিস, বল...
এক হৃদয়ে ভালবাসার
হয় না ভালো ফল।
এক নয়নে যায়না কাঁদা
মনের ব্যথা ঢাকতে,
একটি রঙ্গে যায় না রঙ্গিন
মনের ছবি আঁকতে।
এক হৃদয়ের ভালবাসা
মনগড়া রঙ্গ-মঞ্চ,
এক পেশে হয় সারাজীবন
দুঃখ আর প্রবঞ্চ।
এক জীবনের নিসঙ্গতা
এক জীবনের কষ্ট,
একটি বিশাল দীর্ঘশ্বাসে
সব কিছু তার নষ্ট।
একটি চাওয়া একটি পাওয়া
একটি মুধুর হাসি,
একশ হাজার জনের মাঝে
ভাগ্যবানের রাশি।