সখী,
করো না উতলা আর,
যতবার এসে ডেকেছি তোমায়,
রেখেছ রুদ্ধ দ্বার।

যাবার বেলায় ডাক কেন পাছে,
দূরে সরে রও এলেগো কাছে,
হাসি মুখে বারেবার।

কাছে আসি শুধু পিয়ার মায়ায়,
সে যদি বল এভাবে কাঁদায়,
সইতে পারি না আর।

চাই না হতে পথের কাঁটা,
চাতক ঠোঁটে মেঘের ফোঁটা,
চোখে ঝরে গেছে যার।

চিঠি দেখে দেখে ছিঁড়েছ সময়,
এভাবে কি আর হয় গো প্রণয়,
ডেকো না আমারে আর...