তোমায় যখন সিক্ত লোচন,
ব্যাকুল হয়ে দেখতে চায় -
চাঁদের আলোয় করি চয়ন,
ডুবাই হৃদয় পিয়ালায়।
আমি তখন স্বপন বিভোর,
চড়ছি পাহাড় শেষ চুড়ায়,
বললে, অবুঝ ! আত্মহনন !
হৃদয় দহন বৃদ্ধি পায়।
বাজি আমি তার-ই সুরে,
যার অধরের পাই ছোঁয়া -
আঙুল বুলাও প্রাণের ফোঁড়ে,
ধরতে যাওয়ায় হও ধুঁয়া।
চাঁদের আলোয় ভারছি গেলাস,
নেশার টানে চন্দ্রিমায়-
আমার চোখে রেখে ওচোখ,
মেঘ আঁচলে মুখ লোকায়।