বাঙাল তোরা কাঙাল বলে
আর কত কাল শুনবি গাল ?
ব্রিটিশ চাষায় নীলের জমি
হানাদারের টাল সামাল !

স্বাধীন তোরা নামে হলিস
অধীনতায় বশীভূত,
বিভাজন তোর ভাইয়ে ভাইয়ে
রেষারেষি অগ্নিমূর্ত।

কান নিল তোর চিলকে খুঁজিস
পুকুর চুরি দেখিস না,
বাংলা জ্বলে দাবানলে
একটি বারও ভাবিস না!

এক উঠানে টানাস প্রাচীর
রক্ত যে তোর হয়রে পর,
একই মায়ের শিশু ছিলিস  
ভুলে গেলি স্বার্থপর ?

আপন ঘরেই দাগাস কামান
নাক কেটে দিস ভাইয়ের দোষ,
এক এক করে ফুঁসছে ফনা
অন্য ঘরের তাড়াও মোষ।

ভাইকে বুকে জাপটে ধরার
সাহস বুকে জমলো না,
মার খেয়ে তাই চার দেয়ালে
সইছ আঘাত কমল না।  

স্বাধীনতার স্বপ্ন ছিল
আশা ছিল বরাবর,
ফিরিঙ্গীদের ঝাল মিটালি
গড়লি তোরাই তাশের ঘর!