আমার দুয়ারে দুই যুগ পরে
উঠেছে রূপালি চাঁদ !
সুবাসিত রাতে জোছনা ছড়াতে
জেগেছে মায়াবী রাত।
তারাগুলো স্থির আবেগে অধীর
মাধবী নিঘুম এ রাতে,
আপনারে বলি, প্রাণের প্রিয়ায়...
এলে না কেন হে প্রাতে।
বুকের গভীর ক্ষরিত হৃদয়ে
আজও জেগে আছে জ্বালা,
আশা নিরাশার প্রহর পেরিয়ে
এলে তবে শেষ বেলা !
অভিমানী, তুমি ! ভুলিনি আমার
কথাময় বনলতায়,
আঁখির সাগরে লুনা জলঝরা
জোয়ারের আকুলতায়।
চোখে চোখে রাখি বসে মুখোমুখি
সুকোমল হাঁসি চয়নে,
না বলা কথার সরোবরে ভাসি
ব্যাকুলতা মাখা নয়নে।
ইশারায় শুধুই জানতে চেয়েছ
“কেমন আছ হে প্রিত?”
হাঁসি মুখে রই “আগের মতই!”
মন বলে, আমি স্মৃত।