আজব দেশের ধন্য রাজার
আবার আগমন,
জংগলে সে জ্বালায় বাতি
উজাড় করে বন।
কেটে বনের গাছ পালা সব
সাজায় মাটির টব,
ইসারাতেই কাটবে মাথা
কিসের কলরব!
পুলের উপর গাছ-গাছালি
পাখীর আনাগোনা,
বাঘ মামাজি আসছে শহর
গুজব যাচ্ছে শুনা।
ধন্য রাজার পাইক পেয়াদা
হুজুর বলায় ন্যস্ত,
সাপ থেকে বক ছা-বাঁচাতে
বেজী ডাকায় ব্যস্ত।
বনের রাজা বনে কেন
রইবে শহর মাঝে,
ধন্য রাজা বন্য রাজা
মিটিং সকাল সাঁঝে।
চুক্তি হল পশুরা সব
হবে নগরবাসি,
মানুষ চলে দল বেধে সব
হতে বনবাসি।
(কারো মনে আঘাত দিতে নয়, কেবল লেখার জন্য লেখা।)