আমি যদি রাখাল হতাম নুর মদিনার,
মেষ চড়িয়ে দেখতে যেতাম সবুজ মিনার।
নবীর দেশে পাগল বেশে থাকলে মন্দ নয়
ইয়াসরিবের মূল্য যোজন তাঁর ছোঁয়াতে হয়,
যেই তায়েফে দাওয়াত দেওয়ায় নবীর রক্ত বহে;
সেই তায়েফ আজ নিজেই কাঁদে বন্ধুর বিরহে।
নবীর শানে গোলাপ নিয়ে আমি রাখাল মেষপালক
সাল্লিআলার ঝরনাধারায় সাঁতরে নিতাম একঝলক,
যার কারণে জমিন পেলো আকাশ চন্দ্র তারা -
আকাশজুড়ে সন্ধ্যা নামের নুর জ্বাললো কারা!
সিন্ধু মরু পাহাড় তরু জারুল পারুল ফুল,
মানকাবাতের মাশদাদে মুগ্ধ তামাম কূল।