মৃত্যু-আলিঙ্গন হিমশীতলতায় ভুলে যাব চারপাশে
কতজন, কে, কারা এসেছে— তুমি চন্দ্রমল্লিকা নিয়ে আইসো এই শেষ পুষ্পিত ভালোবাসা-বিনিময় উঠোনে! ফুলগুলো আলগোছে রেখে দিও জানাজা অবধি, চার তাকবির শেষে আমায় কাঁধে তুলে সমাধিতে ছুটে যাওয়া মানুষদের একটা করে চন্দ্রমল্লিকা হাতে দিও— কয়জনেই বা জানাজা শেষে এইতো এই কবরে রাখা অবধি পাশে থাকে, বলো?