আমার বেদনাবিধুর সমস্ত শ্বেতনীল নিশীথে
তব চেহারায়ে মুবারক সাক্ষাতে তীব্র বেদনাদ্র
দুঃখ যেন ভুলে যাই ইয়া রাসুলাল্লাহ!
মন খারাপের জলজ্যান্ত বিস্মৃতিময় দিনের শুরুতে
আপনার শিশিরভেজা সুশোভন আগমনে; যাতে
বেহরোজ নিভৃতোৎসব হয় ইয়া রাসুলাল্লাহ!
ম্রিয়মাণ পল্লবিত বাতাসে দোল খাওয়া হিম শূন্যতার প্রাগৈতিহাসিক গল্পে আপনার অমর্ত্য কথোপকথন
যেন পুষ্পরেণুর মতো উড়ে আসে!
কুয়াশায় ফুলভেজা সহজ সকালে রোদের আলতো চুমুয় আবরণী পর্দা উবে গেলে নুরের নক্ষত্রের দরগাহে
আপনার সাথে যেন প্রেমের প্রথম মুলাকাত!
জারুলতলার শ্যামল শস্যপথে সারস পাখির ঠোঁটে
লেগে থাকা ধারালো চাঁদের দাঁতের মতো নীলকষ্টের
বিস্তৃত উপত্যকায় আপনাকে মমতাভরে একবার দেখে
বুকে জড়াব ইয়া রাসুলাল্লাহ!
নীলকমল অঘ্রাণ শহরে নিস্তব্ধ নিজের ভেতর
আপনাকে দেখার অগুণতি তীব্র অসুখের শরীর
আপাদমস্তক খেই হারালে; প্রেমানলের তাপমাত্রায়
থার্মোমিটার গুঁজে দেবো!
জোৎস্না ঝলসিত সমুদ্রতীরে ধ্রুপদী তারার মতো
অপরূপ প্রজ্জ্বলিত রাত্রির মুকুরে ডালিমের কোলে শুয়ে
নিবিড় স্বপ্নে আপনাকে দেখার পথে পথে হাঁটবো!