আমাকে একটু নিয়ে যাবেন?
খাবার-দাবার দিতে হবে না, রওজার সামনে বসেই
কাটিয়ে দিতে পারবো ক্ষুধা-অনুভূতিহীন তিরিশ বসন্ত!
শুধু একটু জমজমের পানিতে চুমুক দিতে দিলেই হবে,
অথবা আহার হিসেবে দু'একটা আজওয়ার বীজ!
একটু নিয়ে যাবেন আমাকে?
ভালো পোশাকআশাক কিনে দিতে হবে না, সবুজ গম্বুজের নীচে এই পাগল প্রেমিক অতিসাধারণ জীবন কাটিয়ে দেবে অনাদি আভিজাত্যহীনতায়!
শুধু নামাজের সময় একটা ইয়ামেনি চাদর কোনমতে
গায়ে জড়াতে দিলেই হবে, যেটা জড়াতেন রাসুলে হযরত!
আমাকে একটু নিয়ে যাবেন?
বাসায় জায়গা দিতে হবে না, মদিনার মসজিদের চাতালে ঘুমাবো রাতের একটু অংশ, দেদারসে বাকিটুকু কাটিয়ে দেব দরূদের আমলনামায়!
শুধু মরণের পরে একটু মদিনার মাটি গায়ে চাপা দিলেই হবে, আমার জানাজা মসজিদে নববীর চত্বরে কায়েম হলেই হবে!