তুমি বললে তোমার সাথে আমার মিলবে না। অথচ
আমাদের সন্ধ্যা নামার মুহূর্ত এক! সুবহে সাদিকের
রুপোলি সূর্যটাও একই! তুমি নৈঃশব্দ্যে যে প্রভুর
আরাধনা করো, আমিও সেই প্রভুকে শর্তহীন ভালোবাসি!
তুমি যে রবের সাথে কাউকে শরীক করা থেকে নিজেকে বাঁচিয়ে রাখো, আমিও লা শারিকের সূত্র নিয়ে কেবল ঐ
একই রবের উপাসনা করি!
তুমি বললে তোমার সাথে আমার মিলবে না— অথচ দুপুরবেলায় একই যোহর, নিবিড় নির্জন রাতে একই জায়নামাজে দু'জনের জীবন-ঘনিষ্ঠ তাহাজ্জুদ! তুমি
যে রুটিতে অনাহারী ফিলিস্তিনের নির্মমতার দুঃখ দ্যাখো,
মন খারাপের একই রুটিতে আমিও শামিল হই দামেস্কের
পতাকাবাহী কাফেলায়! তোমার পায়ের পদচিহ্নে যে সমুদ্রের নীরবতা ভাঙো, আমারও সেই সফেদ সমুদ্রের প্রতি অজৈব আকর্ষণ!
তুমি বললে তোমার সাথে আমার মিলবে না, অথচ ফজরের পর একই তিলাওয়াতে সুরা ইয়াসিন, বিতরের নামাজে একই উচ্চারণে দুআয়ে কুনুত! তুমি যে ভূখণ্ডের সার্বভৌমতা খোঁজো, আমিও একই ভূখণ্ডে দখলদার ইসরায়েলের ক্রুসেডে শহীদের তামান্না বুকে রাখি! তুমি যে জান্নাতের শ্যামল পথ আঁকড়ে ধরে হাঁটো, আমি অপেক্ষা করি সেখানের পূর্বে এক হাউজে কাওসারে!
তুমি বললে তোমার সাথে আমার মিলবে না...