রিয়াজুল জান্নাতে মোর পেয়ারা হাবীব মুহাম্মদের বাড়ি,
অতিথি হয়ে উঠবো সেথায়, দিব অকূল সাগর পাড়ি!
দরূদে পাক মুখে মুখে, দু'চোখে শিয়ারুল ইসলাম
দ্বীন কায়েমের সাক্ষী হলো নুর নবীজির ঘাম।
হুব্বে রাসুল ক্বলবে সরবে, জিসমে মদিনার ধূলো
সিক্ত হলে দুই নয়ন— অশ্রু হবে ভুলগুলো।
সারাবেলা সফরে শূরাহে মদিনার অলিগলি,
গুনগুনিয়ে গাইবো; আমি হযরতের বুলবুলি।
নুর নবীজির প্রেমজ্বরে অঝোর ধারায় কাঁদবো,
রওজাপাকের গিলাফ ধরে চুমু খেতে থাকবো।
বদর উহুদ দেখা হলে আসবে রাসুলের স্মরণ,
মরণ হলে পাক মদিনায় সার্থক অভাগার মন।
ওফাতে যদি রাসুল এসে হাত বুলিয়ে মাথায়,
কপাল আমার পূর্ণিমার চাঁদ, অপূর্ণ আর কিছু নাই!