ঢেউয়ের দোলায় নৌকা দোলে হিমেল গায়ে মেখে
আমার ঢেউ আছড়ে পড়বে নবীর রওজা দেখে!
নীল দরিয়ায় অতিথি পাখি যাচ্ছে উড়ে যাবে
উড়ে যদি যায় মদিনায় আমায় দেখতে পাবে!
নদীর ধারে ছাতিম ফুলের পাপড়ি ঝরে গেলে,
রাসুল নামের মৌরি ফোটে রূপের ঝলক মেলে।
সাগরজলে রোদের ডগায় নাচে মাতাল ঢেউ
মদিনারই প্রেমবাগানে চল যাবি নাকি কেউ?