জীবন আর কিইবা চায় আমাদের কাছে বলো?
একটা খোলা জানালা, দক্ষিণের বাতাস;
এক কাপ চায়ে রাখা উষ্ণ চুমুক -
নাকি আরও কিছু?
তা-ও যদি না হয়— শরতের কোনো এক পরিচিত নদীর
দুই ধারে শুভ্র কাশের স্বর্গরাজ্যে হারিয়ে যাওয়া ফুলশোভিত কিছু সময়!
পবিত্র ভাবনাগুলো কাশফুল হয়ে ঝরলে
আমি হবো নীল আকাশের সাদা মেঘের ভেলা,
অথবা আমি হবো প্রিয় শালুক ফুলটির
এক নিদারুণ অবহেলা!