আকাশ তার অবাধ্য জমিনকে বেদম শাসন করছে;  বজ্রডাক!
বৃষ্টি এসে জমিনকে এক পশলা ভিজিয়ে বলছে; পরম আদর!
জমিন জলজলাট হরফে ভেসে, ডুবে, ভিজে বলছে; ঠিকঠাক!
বৃক্ষ মেদুর বাতাসের ছন্দে জল ছিটিয়ে দিচ্ছে ;  স্নিগ্ধ আতর!

হেমন্ত  শরতের বিচ্ছেদে শোকগীতি গাইছে; নীল পাখির গান!
অন্ধকারের দিনদুপুর সূর্যকে ভুলে গেছে সন্ধ্যা ভেবে;  বিজলি!
বেহুলা নদী খুব আপন ভেবে সাগরে ভাসছে ; সমুদ্র কলতান!
বর্ষা জলসাঘরে বসে নয়া শীতকে চাদর গায়ে বলছে; ফিরলি?