একটি সফলতার জন্যে মানুষ নির্ঘাত একটা জীবন
পার করে দেয় নিঃশব্দে! অথচ শব্দহীনতার গায়ে
সংগ্রাম, হারানোর মিছিল, ব্যর্থতা, গ্লানি!
জন্মাবধি একটি সফলতার জন্যে মানুষ কী না করে?

একটি সফলতার জন্যে মানুষ নিঃসঙ্গ হয়ে
গতিশীল নদীর মতো ছোটে। অতি-উচ্চ পাহাড়ের মতো
বুক টান টান করে দাঁড়ায়। ঈগলের মতো সুবিশাল
আকাশের বুকপেটে নিঃশব্দে হজম করে বেঁচে থাকার
বিমর্ষ একেকটা ঘন্টা!

একটি সফলতার জন্যে মানুষ তিতির পাখির মতো
নির্ভীক দৌড়ে বেড়ায় কাল থেকে মহাকালে! আকাশ থেকে মহাকাশে গগনচুম্বী পাড়ি জমায় কেবল একটি সফলতার জন্যে। অনন্ত, অসীম, নির্ঘুম দিন-রাত কাটায় এক অবারিত, পরিশ্রমী, অতুল্য পিঁপড়ের মতো!

কালান্তর একটি সফলতার জন্যে মানুষ হন্যে হয়ে পাহাড়ের চূড়ায় বসে ভাবে! ঔদার্য বৃক্ষের নিচে বসে পরিকল্পনা লিখে। নিবিড় অরণ্যের কবিতা শুনে অনাবিল ঝরনার কাছে যায়। উথাল-পাতাল ঢেউয়ের কাছে গিয়ে চাগাড় শপথবাক্য পাঠ করে! সংগ্রাম গেয়ে বেড়ানো স্বপ্নময় ছেলেটি কেবল একটি সফলতার জন্যে এভারেস্টের বরফাচ্ছাদিত প্রান্তরে ব্যর্থ হয়ে মারা যায়!

একটি সফলতার জন্যে মানুষ রহস্যময় অমানুষ
হয়ে যায়! অমানুষ চরম স্নিগ্ধ মানুষে রূপান্তরিত হয়!
ব্যাকুল ঔদাসীন্য জীবন মনোযোগী হয়!
পাড়ায় পাড়ায় তোলপাড় লেগে যায়!
বিশুদ্ধ মানুষটি ফুলের কাছে গিয়ে আরও শুদ্ধতা চায়; কেবল একটি সফলতার জন্যে ফসলের জমিনে শুয়ে মানুষ প্রতিজ্ঞা নেয় সুপ্ত আকাশের মহাসাক্ষ্যতায়!

একটি সফলতার জন্যে জীবন বেদনাদ্র কোমলতা
গায়ে মেখে হিরন্ময় রোদের মতো ছোটে। অগণিত
গল্পের পসরা পিছনে ফেলে অন্তহীন ছোটে কেবল
একটি অমোঘ সফলতার জন্যে।
হাহাকার, দীর্ঘশ্বাস নিয়ে ছোটে আহা কেবল একটি সফলতার জন্যে!