তুমি এসো না এ বৃষ্টিভেজা সময়ে
দূরে থেকো না অকারণ অচেনা হয়ে
শ্রাবণ ধারায় হাওয়ায় হাওয়ায়
প্রেমের শিল্প গড়ে ঝিনুক মালায়।
জানালার বাইরে ঐ দূর আকাশে
চাঁদের লুকোনো মুখ, মেঘ উড়ে বাতাসে
তুমিও চাঁদের মতো কেন এত লুকালে
বৃষ্টি হয়ে নামো আমার নরম গালে!
তোমার পরশ পেতে বাইরে বজ্রাঘাতে
বিজলির বিভাজন; একা ভয়হীন রাতে
বৃষ্টিতে ভিজে ভিজে আমি আজ একাকার
তুমি কেন দূরে দূরে, বহুদূর হারাবার!