তোমাকে দেবো বলে একটা গোলাপ
আমি বাগান থেকে আনলাম,
কিন্তু দিতে পারিনি
কারন গোলাপের চেয়েও সুন্দর তোমার দুটো ঠোঁট।
তোমাকে দেবো বলে চাঁদ থেকে ধার করে
এক মুঠো জোছনা এনেছিলাম
কিন্তু তার চেয়েও সুন্দর তোমার ঠোঁটের কোনের এক টুকরো হাসি।
হাসনাহেনাকে বললাম আমায় একটু সুবাস দাও
ভালোবাসার মন রাঙ্গাবো
তোমার চুলের মৃদু গন্ধে আমি বিমোহিত।
তোমার খোপায় দেবো বলে গাঁধাকে নিলাম
খোলা চুলে যখন বাতাসের স্পর্শ হয়
অজানা এক শিহরন অনুভুত হয়।
রাতকে বললাম একটু নিস্তব্দতা দাও
যখন তোমার অপলক চোখের চাহনীতে দৃষ্টি যায়
পৃথিবীর সকল নিস্তব্দতাকেও হার মানায়।
তোমার চোখে যখন চোখ পড়ে
অজানা এক সুখের অনুভুতি
হাজার বছর আমি কাটিয়ে দিতে পারি
এই অনুভুতি নিয়ে।