আমি হেঁটেছি কুয়াশা ভেজা
পথে,
আমি ভিজেছি ভরা পূর্ণিমার
জোছনাতে,
নিজেকে সিক্ত করতে করতে পারিনি, শুধু তোমারি
অপূর্ণতায়,
জোছনারা প্রশ্ন করেছিল, তুমি একা
কেন,
বলতে পারিনি একটি কথাও
শুধু,
তাকিয়ে ছিলাম অপলক
নয়নে,
হারিয়ে যেতে চেয়েছিলাম গ্রামের ওই মেঠো পথে
প্রান্তরে,
রাখালের বাঁশির সুরের
টানে,
কিংবা শীষ দিয়ে যাওয়া দোয়েলের
সাথে,
পারিনি শুধু তুমি ছিলেনা
বলে,
বহমান নদী বয়ে যায় তার মত
করে,
আমি যাচ্ছি আমার মত
করে,
শুধু অনুভূতি গুলোকে রেখেছি আগের মত
করে,
যেমনটি তুমি
চেয়েছিলে।