কতবার নিজেকে ভেঙেচুরে নতুন করে গড়তে চেয়েছি
মুছে ফেলে মন খারাপের সমস্ত খতিয়ান
গড়তে চেয়েছি শুদ্ধ ঋদ্ধ আদম সুরত
জগদ্দল পাথরের মতো চেপে ধরেছে ব্যর্থতা
আজ বুঝতে পারি
আমি আর জিব্রাইলের কাদামাটি নই
কংক্রিট হয়ে গেছি সেই কবে
একটা জীবন শিখতে শিখতেই কেটে যাচ্ছে
স্বাপ্নিক যাপিত জীবনে, আর একটা জনম চাই
সেই জনমেও হয়তো অতৃপ্ত হৃদয়ে আরেকটা জনম চাইবো
জান্নাতি শরাব ছাড়া এ তৃষ্ণা মিটবে না কিছুতেই...