জানি না তোমার নাম
  কোথায় তোমার ঘর
      হৃদয়ে বয়ছে শুধু
কাল বোশেখীর ঝড়।

                       যখন প্রথম দেখি
                       মনে কী যে আলোড়ন
                       চেয়ে থাকি অপলক
                       আমায় করেছ হরণ।

তোমার নৃত্যের তালে
   নেচেছে আমার মন
পেয়েছি জীবন সাথী
তোমাকেই প্রয়োজন।

                        হঠাৎ গড়া মহল
                        ভেঙে গেল নিমিষেই
                        চোখ মেলে দেখি তুমি
                        সীমানাতে আর নেই।

      রানী মহারানী তুমি
     নাই বা থাকল ভৃত্য
চলে গেলে রেখে গেলে
     বিনাশী হাজং নৃত্য।



রচনাকালঃ ১০-১১-২০১৫ খ্রি. রাত ১২ঃ৪৭
[প্রথম আলোর ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সুনামগঞ্জের অনুষ্ঠানে একদল হাজং তরুণী গানের সাথে নৃত্য পরিবেশন করে। তাদের মধ্যে একজনকে উপলক্ষ করে কবিতার অবতারণা।]
সংগ্রহেঃ Foyzur Rahman