বালিকা, তোমার প্রেমের উষ্ণতা নিয়ে
জয় করতে চেয়েছিলাম তাজিংডং
ভেবেছিলাম তারপর মাউন্ট এভারেস্ট জয় করবো
জয় করবো সেভেন সামিট

বড় বন্ধুর এইসব পথ
আমার একার শক্তিতে আর কুলাচ্ছে না
খুব ক্লান্ত আর অধৈর্য বোধ হচ্ছে
দেখছতো প্রকৃতি আজকাল কত বেহায়া হয়ে গেছে

অথচ তুমি কী বললে
এভারেস্ট জয় করে আসো, আমায় পাবে

সবকিছু জয় করেই যদি আসি
তবে তুমি কেনো
তখন তো নিউইয়র্কের ঝকঝকে তরুণীরাও
দাঁড়িয়ে থাকবে গ্রিনকার্ড হাতে


*২০১৯ সালের কবিতা