ভালোবাসার সুতীব্র খরায় চৌচির যাপিত জীবন
শত কোটি বছর তোমার অপেক্ষায়
চাতক পাখির মতো
তুমি আসবে বলে
কত নির্ঘুম রাত জমিয়ে রেখেছি
কত মেঘ সরিয়ে রেখেছি এভারেস্টের চূড়ায়
বৃষ্টিতে ভিজবো বলে
কত বাগান বনসাই বানিয়ে রেখেছি
তোমার আগমনী তিথিতে, থাকে যেনো পুষ্পিত সৌরভ
তুমি আজ মরিচীকা সম
যতই নিকটে যাই ততই দূরে, আরো দূরে, বহু দূরে
দূরে যেতে যেতে
হয়তো আবার একদিন মুখোমুখি হবো
সেই দিনের অপেক্ষায়, প্রতীক্ষায়
প্রহর কাটে, দিবানিশি তবুও চলে তোমার কীর্তন
তুমি ভালো থেকো প্রিয়তমা
নীল অপরাজিতার মতো
শুভ্র স্নিগ্ধ রজনীগন্ধার মতো
৩১ ডিসেম্বর, ২০২৩ খ্রি.
ফার্মগেট, ঢাকা।