দহনে দহনে চুর্ন বিচুর্ন হৃদয়
একেবারে পেয়ে বসেছে যেন ;
দুষছে কারনে অকারনে
নিয়তি আজ বড় বিপরিত
শুধু বাঁধার পাহাড় !
যেন সাত সমদ্দুর দূরে..অনেক দূরে..
হৃদয়েরই বা দোষ কি?
ক্ষতে ক্ষতে একেবারে ঘা
জন্ম থেকেই দহনে
চারপাশ সব বড় নির্দয়
জন্মই তোমার আমৃত দহন
সৃষ্টি.. দহন.. মুত্যু..
অতঃপর.........!