শিক্ষা-দীক্ষা-র বড়াই শুধু, এগিয়ে কেবল লালসা
কেউ বলেনা সত্যটা কি?
কেউ করেনা খোলসা।
ছুটছে ধারা জীবনধারা,
কেবলিই দেখি বচসা
জল সেবনের আগে
কেউ চাহে বাতাসা।
সবাই যে যার নিজের টুকু,
ভালোই বোঝে সুখ
সবাই বলছে হক কথা,
বারছে কেবল দুখ।
ব্যাস্ত পথে ছুটছি সবাই,
নিত্য এমন কাজ
যত্নশীল হলে কি আর,
মাথায় পড়ে বাজ।
সবার অনেক প্রশ্ন থাকে,
গোঁজমুখে কেউ চুপ করে
বাড়ছে কেবল মনের অসুখ,
কেউ আল্হাদে সখ করে।
কেউ মাখছে আতর কেউ জ্বালছে সৌগন্ধী-ধূপ
কেউ ঘোসছে দামী সাবান,
কেউবা খুঁড়ছে কূপ।
হিংস্রতার নেইকো অভাব,
মন্ত্রনা আসে ধেয়ে
সুযোগের ফাঁক গোলে অসাধুতা,
টুঁটি চেপে ধরে।
লোকে বলে এ আমার ও আমার,সে আমার সবাই আপনজন
রোজের মরা রোজের বাঁচা,
জীবন এমন অসাধারণ।