সময় না করে উপেক্ষা,    
ভুল করে না সময় দিতে
সময়ের কাজ সময় করে,
কেউ পারেনা হিসাব নিতে
জল-মাটি-আলো-বায়ু    
সইবে কেনো,অত্যাচার।

খুঁজছো সদাই সুখ,৷      
বলতে পারো,কোনটা তোমার কেনা?
দায় এড়িয়ে যাবে কোথায়?
থামতে তোমায় হবেই হবে
অনেক হিসেব জমে আছে,
মিটবে কবে মিটতে হবে।

নির্লজ্জে বুক ফুলিয়ে৷      
ত্রাস করেছে জয়,          
লজ্জা কেবল মুখ লুকিয়ে,
মুখ ঢেকে চুপ রয়
মূখ্য হিসেব ধন্যে কৃপা,
জীবন ধন্য করে।

বাতাস এখনো যায়নি
থেমে নিরবেই সে বহে-
তোমরা নিজেদের আধুনিক বলে,                                যতই দাবি করো,      
উৎফুল্লে আনন্দতে সবুজ ধংস করো?
সইবে না এ পৃথিবী      
সেদিন হয়তো খুবই কাছে
নদী,সবুজ,বাঁচাও পরিবেশ,
এখনো সময় আছে।