লক্ষ্য আদর্শ, কত যে পলক

সহস্র শতদৃষ্টি এড়িয়ে

পাশ ঘুরতে না ঘুরতেই

২০১৮ বহে চলে গেল।

আলটপকা আলপটাস

কত কৌশল জালিয়াতি তীর

কতভাবে এসে বিঁধল

কত রক্তের জমাট।

ঋদ্ধ হয়নি মন

হয়েছে যে টুকু সিদ্ধ

খোঁজ চলছে চারদিকে

বিশ্লেষণ চলছে চলবে

চলবে অনুসন্ধা।

হতাশায় রোগগ্রস্ত আশা

আবেগ, স-বেগ, দেখছে যতস্বপ্ন

কেউ আশাহত

কেউ বারবার ভাঙছে।

ভুল কি ভাঙল?

২০১৮ কম কিছু ভাঁঙেনি

নিবল কি কম?

কতকিছু খুলে দিয়েছে।

এবার সবাই জাগুক

২০১৯ এ শুভেচ্ছা আগাম

ভীতগুলো গড়ুক...