প্রিয় প্রিয়তী,
জানি বড় বিরক্ত হও আমার চিঠি পেয়ে,
হয়তো একরাশ ভাঁজ তোমার কপালে যায় ছুঁয়ে,
হয়তো আমার উপর তোমার ভীষণ রাগ হয়,
কে জানে হয়তো সেটা অভিমান, আদতে রাগ নয়।
কি করব বল? মন যে মানে না,
কিজন্য যে তোমায় লিখি তা এই মনও জানে না।
নির্ঘুম রাতে যখন জানালায় বসে থাকি,
পুরনো দিনের ছবিগুলো স্মৃতির চাদরে আঁকি।
বারবার তোমার মুখখানি মনের মাঝেতে ভাসে,
তোমায় নিয়ে কত কল্পনা হৃদয় মাঝে আসে।
কিংবা কোন রৌদ্রজ্জ্বল নির্জন দুপুরে একা,
বসে বসে ভাবি আমাদের কেন এই একা থাকা।
আবার আমরা সাজাতে পারিনা আমাদের পৃথিবী??
পারি, আবার যদি এসো তুমি। - ইতি, তোমার কবি।