আমি চিত্রকর নই,
তাই তোর ওই সৌন্দর্য তুলির আচড়ে
ক্যানভাসে ফুটিয়ে তোলা আমার সাধ্যে নেই।
তাই তো আমার কলমকে তুলি বানিয়ে
কাগজের ক্যানভাসে তোর ছবি এঁকে যাই,
কখনো ছন্দময়, কখনো ছন্দহীন।
তোর ওই দীঘল কালো কেশ,
সে যদি হয় কালো মেঘ
তাহলে মেঘবন্দি হতেও আমি রাজি।
চাইব না সেই মুক্তি
যেই মুক্তি আমাকে খেলা করতে দেবে না তোর চুলে,
আমি মেঘবন্দি হয়েই থাকতে চাই।
তোর চোখ যদি আমায় স্বপ্ন দেখায় তাহলে
তোর চোখের গভীরতায় হারাতে আমার আপত্তি নেই,
সারাটা দিন নাহয় তোর চোখে ডুব দিয়েই কাটাব।
কিছু স্বপ্ন চুরি করব তোর চোখ থেকে,
আর তারপর স্বপ্নডানায় চেপে
ঘুরে বেড়াব তোকে নিয়ে।
আর তুই,
তুই আমার স্বপ্নকন্যারই নামান্তর।
চোখ বন্ধ করলে যে তোকেই দেখতে পাই,
সারাটা জীবন যে তোকে নিয়েই কাটাতে চাই।
রাখবি আমাকে?? তোর বুকে, সারাটা জীবন।