মনে নেই কখন অথবা কবে
চাঁদকে কিছু কথা বলেছিলাম নীরবে-
'নইতো আমি অতি আধুনিকমনা,
তার সাথে কেউ কথা বললে সইতে পারি না।
আমার ভেতরটা যায় ছিঁড়ে
আমি শান্ত থাকতে পারি না,
যদিও জানি বন্ধু ওরা সব
তবুও আমার মনটা মানে না।'
বলতে পারিনি কথাগুলো তাকে,
ভয় পাই যদি তার চোঁখের কোণে
অশ্রু ছবি আকে।
কথাটা বলেছিলাম সেই কবে
আর চাঁদটা আজ বললো-
'সইতেই যদি না পারিস তবে
একলা থাকাই ভালো ছিল।
শুধু ভালোবেসে যেতি দূর থেকে,
একলা মনে রঙিন কিছু স্বপ্ন এঁকে।'