১.
আধার সরিয়ে আলো যখন ঢুকে শুন্য ঘরে,
শুন্য হলেও ঘরটা তখন আলোতে যায় ভরে।
সে চলে গেলে যদি তোমার হৃদয় হয় আধার,
জেনে রেখো তোমার মন ভরবে আলোয় আবার।
২.
বড় ভুল সময়ে এসেছিলে তুমি আমার জীবনে,
আসোনি তুমি বৃষ্টি ভেজা আমার একলা শ্রাবণে।
এসেছিলে কুয়াশা ঢাকা কোন শীতের প্রভাতে,
তাই তো আমি রাখতে পারিনি হাতটা তোমার হাতে।
৩.
জানি ফের একদিন আসব তোর কাছে,
যদিও তুই আমাকে চাইবি না।
আমার লেখা গানগুলো তোর আপন সুরে
তুই আর কখনো গাইবি না।
৪.
রাত জেগে লেখা চিরকুট পৌঁছুতে পারে নি তোর কাছে,
জানি না কি কারণে তা থুবড়ে পরেছে পথমাঝে।
গড়িয়ে পড়া অশ্রুফোটা গুলো আর দেখতে পাসনি তুই,
হাত বাড়িয়ে ছুঁই না তোকে আর, চোখ বাড়িয়ে ছুঁই।