ছাদের এক কোণে দাঁড়িয়ে ভাবছি সিগারেট হাতে নিয়ে,
আর ছয়টা দিন পরেই টিউশনির টাকাটা যাব পেয়ে।
শুধতে হবে গলির মোড়ের চায়ের দোকানের বাকি,
ছোট বোনটার খেলনার আবদার কিভাবে অপূর্ণ রাখি?
বাকি কটা দিন সম্বল শুধু হাজার টাকার তিনটে নোট,
এইটুকু নিয়েই কাটাতে হবে তিরিশটা দিন মোট।
আমার কাছে এটুকুই অনেক, চালিয়ে নেব দিনগুলো,
আমি যে বেকার, চাকুরীহীন, রাস্তায় জমা ধুলো।
জুতোর সোলটা ক্ষয় হয়ে গেছে, সারিয়ে নেয়া দরকার,
তারও চেয়ে প্রয়োজন বেশি মেসের ভাড়া মেটাবার।
দুই মাসের ভাড়া বাকি পড়ে আছে, জলদি দিতে হবে,
একটা ঘড়ি কেনার শখটা আমার জানি না মিটবে কবে।
এমনিভাবেই অপুর্ণ রেখে দিতে হয় আমার শখগুলো,
আমি যে বেকার, চাকুরীহীন, রাস্তায় জমা ধুলো।