সহজ কথা সহজ করে যায়না বলা,
মনের কথা গোপন রাখার সুবিধে আছে।
প্রিয় পদ্যে তোমার নামই লুকিয়ে রাখা।
তিলোত্তমা তোমায় কি কেউ ভালোবেসেছে?
অনেক লোকের এমন করেই ঘুম কেড়েছো।
নেহাত আমি বোকা বলেই এই বিপাকে।
কতদূর কে আর জানে জল গড়ালো?
ভাবছিনা এখন মনে পুষছো কাকে।
লোকে ভাই যে যা বলুক কান দেবোনা,
বালিশে মুখ লুকিয়ে রাত কাটাব।
সিকিভাগ চাইছি তোমায় তাও পাবোনা?
তোমার এ কেমন বিচার তুমিই ভাব।
মাথাতে অনেক খুঁজে উপায় পেলাম।
কে জানে এটায় কোনো কাজ দেবেকি!
অতিশয় তুমিও জানি বুদ্ধিমতী।
ভাবলাম কবিতা করে লিখেই রাখি।
কপালে যা আছে তা আটকাবে কে?
জীবনের একপোয়া তো বেজায় ফাঁকি।
এরপর লিখতে গেলে রাত পোহাবে,
অগত্যা এইখানেতেই কলম রাখি।।