একলা সময়যানে ঘুরেছি ইতিহাসে,
সুযোগে ট্রয়ের ঘোড়া পেটে ভরেছে
কতশত বিশ্বাসঘাতকের দল।
তোমাকে পাবার প্রয়াসে প্রতি প্রশ্বাসে,
অনন্ত বিষাদ বায়ু পুরেছি ক্লান্ত ফুসফুসে।
তোমাকে লিখেছি হয়ে বিদগ্ধ কবি,
আঁকতে তোমায়,
জলরঙ গুলেছি বেদনায়।
কত জন্মে হয়েছে নিভৃতে আলাপ,
বাউন্ডুলের মত ঘুরেছি তোমার পিছনে,
কতবার পেয়েছি তোমাকে
হারাবার ভয়,
সাদা গুঁড়ো ঔষধী মিশিয়েছি রক্তে
তবুও প্রেমরোগ হয়নি নিরাময়।
                                -অদ্ভুত