(সকাল)
সকাল দেখব বলে কাকভোরে উঠে,
চোখ রাখি ঘন তমশায়।
বোজা চোখ কিছুই বোঝেনা
দ্বিপ্রহর পার হয়ে যায়।।
(ক্ষমা-প্রার্থনা)
বুঝি শেষে আজ দিন ও মাটি,
শত ভুলে অবস্থা সঙ্গীন।
কালে খায় কালের অপেক্ষায়
বসা,বিলম্ব ক্ষমা করে দিন।।
(দিনকাল)
এইভাবে মাসাবধি কাল জর্জরিত,
বিষন্নতায় বাঁচি।
অকস্মাৎ যুক্তিবদল,
আমি সুখি তমসা দেখেছি।।
(উপলদ্ধি)
তুমি নদী, পাড়ে ডুবে যাও,
আমি এক হাঁটু মাঝগঙ্গায়।
যত প্রেম তত আবরন,
মুর্খরা নগ্নে জড়ায়।।
বাজারে চিল চিৎকারে প্রেম বেচে,
শ্রমবিন্দু ফোঁটে ললাটে।
কি করে বোঝাই আমি তোকে, আপনাকে?
প্রেম বিলি হয় অস্ফুটে।।
(যুগাবতার)
ভাসছি আমি নিজে তরী,
গন্তব্যে কি আছে কে জানে?
একদল যারা পাড়ে গেছে,
তাঁরা ফিরে এসে দাঁড় টানে।।
পরিশিষ্ট (জীবন)
আমি গর্বে ফুলে ফেঁপে উঠি,
সর্বোত্তম সহাস্যে চায়।
আমি বসাই শব্দ আর যতি
বেলাশেষে কবিতা হয়ে যায়।।