এই হাসি মুখ টা সত্যি হাসি হয়ে থাকতো যদি তুমি আমার পাশে বন্ধু হয়ে থাকতে।
বিকাল বেলার ক্রিকেট খেলার মাঠে যাওয়ার আগে ঝগরার ছলেই দুজনেই হাসিতে আত্মহারা হয়ে যেতাম।

এই হাসি মুখ টা সত্যি হাসি হয়ে থাকতো যদি তুমি আমার পাশে বন্ধু হয়ে থাকতে।
সপ্তাহে অনন্ত দু দিন দুজন পাশাপাশি হেটে পিঁয়াজি খাওয়ার ছলে হাসিতে আত্মহারা হয়ে দুজন ছুটে যেতাম বাজারে ঐ প্রিয় দোকানে।


এই হাসি টা সত্যি হাসি হয়ে থাকতো যদি তুমি আমার পাশে বন্ধু হয়ে থাকতে।
কত দিন এক সাথে হাসিতে আত্মহারা হয়ে ছুটে বেড়িয়েছি সে হিসাব না হয় থাক।

হঠাৎ করে আমাদের হাসি গুলো অবিশ্বাসের ঝরের কবলে পড়ে আজ সব ছিন্নমূল হয়ে গেছে। জানি না এই ঝরের শেষ কোথায়। তবে আমি আজও স্বপ্ন দেখি এই ছিন্নমূল একদিন মূল শাখার দেখা পাবে।