দূতেরা কেউ বয়ে নিয়ে আসবে না হাসি,
মিষ্টি কথার মানুষ তুমি পাবে-
পড়বে ঝরে ফুলঝুরি একরাশি
তারই মাঝে কোথায় যেন তুমি হারিয়ে যাবে;
স্বপ্নের মতো সুদৃশ্য-সুদৃঢ় বিস্তীর্ণ পথ,মসৃণ পথ,
ক্লান্ত বিহ্বল শরীরটাকে
বিশ্রাম দিয়ে শান্ত করার জোটুকু নেই
তুমি এগিয়ে চলছো,
ভেবেছো থামবে না কখনো ভাগ্যের রথ:
অস্পষ্ট একটা ভাবনা মনে তোমার এলো যেই-
পিছিয়ে পড়লে তুমি,
সাথে কেউ নেই তোমার,
গভীর চিন্তা যে মনের আড়ালে
মুহূর্তের জন্য বাসা বেঁধেছিলো
তুমি উঠে দাঁড়াতে পারোনি আর-
স্তব্ধ এ বুকে মনে হলো,
বিমূঢ় ভাবটা যেন সবকিছু কেড়ে নিলো!
মাঝ পথে তুমি একা, সম্পূর্ণ একা
কেউ সাহায্যের হাত বাড়িয়ে দিলো না
এলোপাথাড়ি পথ, কাঁকড় কতো ছড়িয়ে আছে
জনমানুষের নেই দেখা
ছেড়ে চলে আসা অতীত
সব পড়ে গেলো মনে,
প্রেম- বেদনা-বিরহ-ছলোনা
হঠাৎ তোমার ঘাড়ের কাছে এসে
কে যেন বলে গেল
বাবু তোমার মুখের হাসিখানা কোথায়?
ঝোড়ো বাতাস এক নিঃশ্বাসে বলে গেলো,
এগিয়ে চলো
তারপর সব নিঃশব্দ হায়।
কী ভাবছো,নিজে থেকে চেষ্টা করতে
ভুলে গিয়েছিলে আর কী!
টুকরো টুকরো ঘটনা গুলো বশ করেছিলো তোমাকে,
কিছু আর করার নেই তাই ভাবছো কী?
ঘুম কাটেনি এখনো তবে,
সময় আছে বলছি তাই তৈরি করো নিজেকে
দূতেরা কেউ বয়ে নিয়ে আসবে না হাসি,
তোমাকেই তা ফুটিয়ে তুলতে হবে,
আর দিনে অন্তত একবার বলবে
আমি নিজেকে বড্ড ভালোবাসি।